সঙ্গীর খোঁজে লোকালয়ে ‘ব্ল্যাক স্নেক’
হঠাৎ লোকালয়ে ঢুকে পড়েছে বিশাল এক সাপ। প্রায় ছয় ফুট লম্বা এই সাপটিকে অস্ট্রেলিয়ার ব্রিজবেন শহর থেকে ধরেছেন এক সাপুড়ে। তিনি এই সাপটির অবস্থান সনাক্ত করে বুধবার একটি পার্ক থেকে এটিকে ধরেন।
সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ব্রিজবেন শহর থেকে আটক হওয়া সাপটির স্বাস্থ্য এখন ভালো। এটি সাধারণত মাছ ও ব্যাঙ খেয়ে বেঁচে থাকে। সাপটিকে ব্রাইস লোক্কেট নামের এক সাপুড়ে ধরেন।
ব্রাইস রয়টার্সকে বলেন, ‘এখন সাপদের প্রজনন মৌসুম। নিজের সঙ্গীর খোঁজে সম্ভবত লোকালয়ে ঢুকে পড়েছে এই পুরুষ সাপটি।’
তিনি আরো বলেন, সাপদের প্রজনন মৌসুমে প্রায়ই এরা লোকালয়ে ঢুকে যায় সঙ্গীর খোঁজে। এটা খুবই সাধারণ ঘটনা। তবে এই সাপটির আকার অন্যগুলোর চেয়ে অনেক বড়। সাপুড়ে আকারে বড় এই সাপটির নাম দিয়েছেন ‘চংক’। তবে এই প্রজাতির সাপকে ব্ল্যাক স্নেক নামেই সবাই চেনে।