ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত

Looks like you've blocked notifications!

ভুটানে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের দুই পাইলটের প্রাণহানি ঘটেছে।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছে। দেশটির অরুণাচল প্রদেশের খিরমু থেকে ওই হেলিকপ্টারটি আকাশে ওড়ার পর দুপুরে ইউনফুলার কাছে যোগাযোগ হারিয়ে ফেলে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আমান আনন্দকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘ভুটানের ইউনফুলার কাছে দুপুর ১ টায় একটি ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বেলা ১১ টার পর রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে ও ভিসুয়াল যোগাযোগেরও বাইরে চলে যায়।’

গ্রাউন্ড এসএআর (অনুসন্ধান ও উদ্ধার) অভিযানটি ইউনফুলা থেকে তাৎক্ষণিকভাবে শুরু করা হয়েছিল। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় বিমানবাহিনী এবং সেনাবাহিনীর হেলিকপ্টারও নামানো হয়েছে, জানান তিনি।

একক ইঞ্জিন বিশিষ্ট চিতা নামের ওই সামরিক হেলিকপ্টারটিতে সওয়ার হয়েছিলেন এক ভারতীয় এবং এক রয়্যাল ভুটান আর্মির পাইলট। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হয়েছে যে, তাঁরা কেউই আর বেঁচে নেই। পাইলটদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।