তিন সপ্তাহেও দাফন হয়নি রবার্ট মুগাবের লাশ
মৃত্যুর তিন সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত দাফন করা হয়নি জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের লাশ। আর এ নিয়েই নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে দেশটি জুড়ে। আজ শনিবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তিন সপ্তাহ আগে গত ৬ সেপ্টেম্বর ৯৫ বছর বয়সে মৃত্যু হয় রবার্ট মুগাবের। এদিকে রাজধানী হারারের হিরোজ একর সমাধিস্থল নাকি রাজধানীর উত্তর-পশ্চিমে জাভিম্বায় মুগাবের গ্রামের বাড়িতে লাশ দাফন করা হবে, এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল সরকার ও মুগাবের পরিবার।
জানা গেছে, মুগাবের লাশ এখন রাজধানী হারারেতেই রয়েছে। তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো তথ্য দেওয়া হয়নি।
পরিবারের কেউ কেউ বলছেন, মুগাবের ইচ্ছা ছিল, লাশ দাফন না হওয়া পর্যন্ত যেন তাঁর স্ত্রী লাশ ছেড়ে না যান। তবে কেন তিনি এমন ইচ্ছা পোষণ করেছেন, তা স্পষ্ট নয়।
পরিবারের দাবি, মুগাবের আরো একটি ইচ্ছা ছিল যে, তাঁর মা বোনার পাশে যেন তাঁকে দাফন করা হয়।
এদিকে মুগাবের পরিবারের অভিযোগ রয়েছে, মুগাবের দীর্ঘকালীন মিত্র ও জিম্বাবুয়ের বর্তমান প্রেসিডেন্ট এমারসন মুগাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং সামরিক অধিগ্রহনের পেছনে তাঁরও হাত রয়েছে।
সেই এমারসন ঘোষণা দিয়েছিলেন, হারারের হিরোজ একরে মুগাবের জন্য একটি বিশেষ সমাধি নির্মাণ করা হবে। প্রথমে মুগাবের পরিবার রাজি না হলেও পরে এ বিষয়ে রাজি হন তাঁরা।
এরই মধ্যে যেখানে মুগাবেকে দাফন করার পরিকল্পনা চলছে, সেখানে সরকারি কর্মকর্তারা মিলিত হন। ওই সমাধি নির্মাণে এক মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছিলেন মুগাবের পরিবারের মুখপাত্র লিও মুগাবে।
তবে নানা জল্পনা কল্পনার পর সরকার রাজি হয় যে, মুগাবের পরিবারের বর্তমান অবস্থানের ওপর ভিত্তি করে তাঁর লাশ জাভিম্বাতেই দাফন করা হবে।