চীনে বাস-ট্রাক সংঘর্ষে ৭২ জন হতাহত

Looks like you've blocked notifications!

চীনের পূর্বাঞ্চলের একটি মহাসড়কে একটি বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩৬ জন।

জিয়াংসু প্রদেশের ইশিং শহরের তথ্য কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, শনিবার সকালে ৬৯ যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ার পর একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় বাসটি রাস্তার পাশে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। বার্তা সংস্থা বাসস ও ইউএনবি এ খবর জানিয়েছে।

ইশিং প্রশাসন জানিয়েছে, আহতদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে তিনজন ট্রাক আরোহী রয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় ২৬ জন সামান্য আহত হন এবং একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে বলা হয়, বাসটির সামনের বাঁ দিকের চাকা ফেটে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।