জেদ্দায় ‘হারামাইন’ হাইস্পিড রেলস্টেশনে ভয়াবহ আগুন, আহত ৫

Looks like you've blocked notifications!
রোববার সৌদি আরবের জেদ্দায় হারামাইন হাইস্পিড স্টেশনে অগ্নিকাণ্ডে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয়। ছবি : রয়টার্স

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় উপকূলবর্তী জেদ্দা শহরের ‘হারামাইন’ হাইস্পিড রেলওয়ে স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। জেদ্দার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যদের ১২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে কারো প্রাণহানির খবর পাওয়া না গেলেও এতে বেশ কিছু লোক আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রায় ৪৫০ কিলোমিটার দৈর্ঘ্য ‘হারামাইন’ রেলওয়ে লাইন সৌদির দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে যুক্ত করেছে। ৭৩০ কোটি ডলার খরচে নির্মিত এই রেললাইন গত বছরের সেপ্টেম্বর থেকে চালু করা হয়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর সেখানে যাত্রী চলাচল বন্ধ রাখা হয়েছে।