কোরআন তিলাওয়াতের আঁকা ছবি ৭৪ লাখ ডলারে বিক্রি
১৮৮০ সালে বিখ্যাত তুর্কি শিল্পী ওসমান হামদি বে একটি অনন্য স্থিরচিত্র এঁকেছিলেন। এক নারীর কোরআন পড়ার দৃশ্য কাপড়ের ক্যানভাসে আঁকেন তিনি। সম্প্রতি নিলামে উঠেছিল ছবিটি। নিলামে বেশ চড়া দামেই বিক্রি হয়েছে শিল্পকর্মটি।
বার্তা সংস্থা আনাদুলুর তথ্যমতে, ওসমান হামদি বের হাতে আঁকা চিত্রকর্মটি গত শনিবার লন্ডনের বনহামসে নিলামে বিক্রির জন্য তোলা হয়। সেখানে এ বিখ্যাত চিত্রকর্মটি ৬৩ লাখ পাউন্ড বা ৭৪ লাখ ডলারে বিক্রি হয়। বার্তা সংস্থা ইকনা এ খবর জানিয়েছে।
চিত্রশিল্পের ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী, ওসমান হামিদি বে ৫১ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ৪১.১ সেন্টিমিটার প্রস্থের কাপড়ের ওপর তৈলচিত্রটিতে নারীর কোরআন পড়ার একটি দৃশ্য আঁকেন। ছবিটিতে যেভাবে তরুণীর পোশাক ও ইসলামী নকশা পুঙ্খানুপুঙ্খভাবে শিল্পী ফুটিয়ে তুলেছেন, তা প্রশংসনীয়। ছবিটি শিল্পী ওসমান হামদি বের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও অনন্য অঙ্কনশৈলী বহন করে। ১৯১০ সালে এ গুণী শিল্পী মৃত্যুবরণ করেন।