বাংলাদেশের ইলিশ কিনতে পশ্চিমবঙ্গের বাজারে লম্বা লাইন
বাংলাদেশের ইলিশের চাহিদায় পশ্চিমবঙ্গে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কে আগে পদ্মার ইলিশ বাড়িতে নিয়ে আসতে পারবেন, তার জন্য প্রতিদিন সকাল থেকে মাছের বাজারে লম্বা লাইন পড়ছে। পদ্মার ইলিশের আশায় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়াসহ শহরতলির বড় বড় বাজারে নেমেছে ইলিশপ্রিয় মানুষের ঢল। গ্রামগঞ্জ থেকেও অনেকে কলকাতার বাজারে ছুটে যাচ্ছেন পদ্মার ইলিশের আশায়।
সোমবার রাতেই বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্ত পেরিয়ে কলকাতার বাজারে ঢুকেছে ২৪ মেট্রিক টন বাংলাদেশের ইলিশ। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশের মধ্যে এরই মধ্যে ঢুকেছে ২৪ মেট্রিক টন, যা গতকাল মঙ্গলবার সকাল থেকেই পাইকারি দরে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে কলকাতা ও হাওড়ার বাজারগুলোতে। বড় সাইজের ইলিশ পাইকারি বাজারে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৭০০ রুপি কেজি দরে বিক্রি করা হচ্ছে। আর একটু ছোট সাইজের ইলিশের দর চলছে কেজিপ্রতি এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ রুপির মধ্যে। মঙ্গলবার ভোর থেকেই শুরু হয় বাংলাদেশের ইলিশ বিক্রি।
তবে বাংলাদেশের ইলিশ কেনার ক্ষেত্রে খুচরা ক্রেতাদের রীতিমতো বোল্ড আউট করে দিয়ে খুচরা মাছ বিক্রেতারাই লম্বা লাইন লাগিয়েছেন বাংলাদেশের ইলিশ কেনার জন্য। হাওড়ার পাইকার বাজারে বাংলাদেশের ইলিশ কিনতে আসা রাম মণ্ডল নামের নিউব্যারাকপুরের এক মাছ ব্যবসায়ী বলেন, ‘বাংলাদেশের ইলিশ কিনতে ৪ শতাংশ সুদে করে ২৫ হাজার রুপি ধার নিয়েছি।’ পূজার মৌসুমে বাংলাদেশের ইলিশ কিনে তা খুচরা বিক্রি করে মোটা অঙ্কের লাভ সম্ভব বলেই আশা তাঁর।
মূলত পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বাজার থেকে আসা খুচরা মাছ বিক্রেতাদের হাত ঘুরেই বাংলাদেশের ইলিশ আজ বুধবার থেকে কলকাতাসংলগ্ন বিভিন্ন এলাকার বাজারে ছড়িয়ে পড়বে।
এদিকে, স্বাভাবিকভাবেই বাংলাদেশের ইলিশ প্রবেশের সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের ইলিশের বিক্রি কমে গেছে। মঙ্গলবার সকালে কলকাতা ও শহরতলির বিভিন্ন বাজারে ঢুঁ মেরে দেখা যায়, অধিকাংশ ক্রেতাই দোকানে গিয়ে বাংলাদেশের ইলিশের খোঁজ নিচ্ছেন। বিক্রেতারা গঙ্গার ইলিশের দাম কিছুটা কমিয়ে বললেও ক্রেতারা গঙ্গার ইলিশ কিনতে নারাজ। তাঁদের কথা, দুদিন দেরি হোক, তবুও পদ্মার ইলিশে এলে তাঁরা সে ইলিশ কিনতে চান। তাতে যদি কিছু বাড়তি খরচ হয়, তাতেও আপত্তি নেই ক্রেতাদের।
কলকাতা ও হাওড়ার বেশ কিছু বড় বাজারে দেখা গেছে, ক্রেতারা বেশি দাম দিয়েও বাংলাদেশের ইলিশ কিনে হাসিমুখে বাড়ি ফিরছেন। ভারতে ইলিশ আমদানিকারক সংস্থা নাজ ইন্টেক্স ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার আনোয়ার মাকসুদ জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন নিয়ম করে বাংলাদেশ থেকে ট্রাকে করে মোট ৫০০ টন ইলিশ ঢুকবে। মূলত হাওড়ার বৃহত্তর আড়ত থেকে সে ইলিশ নিলামের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়বে।
বাংলাদেশের ইলিশ প্রবেশের প্রথম দিনই বিভিন্ন বাজারে দেখা গেছে, ক্রেতারা এক হাজার ৮০০ থেকে দুই হাজার রুপি কেজি দরে বাংলাদেশের ইলিশ কিনছেন। তবে বাংলাদেশ সরকার প্রতি কেজি ইলিশের দাম ছয় ডলার হিসাবে নির্ধারণ করে রপ্তানি করেছে। তবে খুচরা মাছ বিক্রেতাদের হাত ঘুরে পদ্মার ইলিশ এখন কলকাতা ও সংলগ্ন বিভিন্ন বাজারে এক হাজার ৮০০ থেকে দুই হাজার ২০০ রুপি কেজি দরে ঝড়ের গতিতে বিক্রি হয়ে চলেছে।