প্যারিসে পুলিশ সদর দপ্তরে ছুরিকাঘাতে নিহত ৪

Looks like you've blocked notifications!

ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে ৪ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি সেখানকারই এক কর্মী বলে জানা গেছে।

ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, প্যারিসে সেন্ট্রাল পুলিশ হেডকোয়ার্টারে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। এই হামলায় চার পুলিশ কর্মকর্তা নিহত হন। হামলাকারী ওই অফিসেরই কর্মী বলে জানানো হয়েছে। পরবর্তীতে তাকেও গুলি করে অন্য পুলিশ সদস্যরা। এতে হামলাকারীও নিহত হয়।

স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। হামলা সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। তবে ওই অঞ্চলটি পুরোটা ঘিরে রাখা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপে।