Beta

প্রথমবারের মতো ইহুদি নববর্ষের শুভেচ্ছা জানাল সৌদি

০৪ অক্টোবর ২০১৯, ২১:৩২

অনলাইন ডেস্ক

ইতিহাসে এই প্রথম ইহুদি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বন্দর আল সৌদ নিজ দেশের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান।

জেরুজালেম ভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইহুদি ধর্মের পবিত্রতম দিন রস হাসানাহ (হিব্রু নববর্ষ)-এর শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। এর আগে কখনো সৌদি আরবের পক্ষ থেকে এমন শুভেচ্ছা জানানো হয়নি।

শুভেচ্ছা বার্তায় লেখা হয়, রস হাসানাহ উৎসব উপলক্ষে সৌদি রাষ্ট্রদূত রিমা বন্দর আল সৌদ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন।

রস হাসানাহতে সাধারণত মধু, আপেল, আনার এবং অন্যান্য প্রচলিত ফল খাওয়া হয়। সৌদি রাষ্ট্রদূত তার শুভেচ্ছা কার্ডে এসব ফলের ছবি সংযুক্ত করেছেন।

Advertisement