চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিনজন

শুরু হয়েছে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা। শুরুতেই চিকিৎসাক্ষেত্রে নোবেলপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। তিনজন সম্মিলিতভাবে মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন।
তাঁরা হলেন উইলিয়াম জি কেইলিন জুনিয়র, স্যার পিটার জে র্যাটক্লিফ ও গ্রেগ এল স্যামেনজা।
নোবেল প্রাইজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, শরীরের কোষগুলো অক্সিজেনের সহজলভ্যতার বিষয়টি কীভাবে গ্রহণ করে ও খাপ খায়, তা নিয়ে গবেষণার জন্যই তিনজনকে সম্মিলিতভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল কমিটির ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় দ্য রয়াল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে পদার্থবিদ্যায়, বুধবার (৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যায়, যথাক্রমে পরদিন বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় দ্য রয়াল সুইডিশ একাডেমি থেকে সাহিত্য এবং সর্বশেষ শুক্রবার (১১ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।