উইঘুরে মুসলিমদের ওপর নির্যাতন, ২৮ চীনা প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত

Looks like you've blocked notifications!
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, চীনের জিনজিয়াং প্রদেশে ১০ লাখেরও বেশি উইঘুর মুসলিমকে বিশেষ বন্দিশালায় পুরে রাখা হয়েছে। ছবি : সংগৃহীত

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের লোকজনের ওপর নির্যাতনের সংশ্লিষ্টতা থাকার অভিযোগে দেশটির ২৮টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, তালিকায় স্থান পাওয়া ২৮টি প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রের কেউ মার্কিন প্রশাসনের অনুমতি না নিয়ে কোনো পণ্য কিনতে পারবে না।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই তালিকা নিয়ে চীন এখনো কোনো মন্তব্য করেনি।

মানবাধিকার সংগঠনগুলো বলে আসছে, জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকজনকে বিশেষ ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হচ্ছে। তবে চীন সরকার এগুলোকে ‘অবকাশকালীন প্রশিক্ষণ কেন্দ্র’ হিসেবে দাবি করে।

মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এই কালো তালিকাটি করেছে। এসব তালিকায় যে প্রতিষ্ঠানের নাম আছে তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করতে গেলে বা তাদের কাছ থেকে কোনো পণ্য কিনতে চাইলে মার্কিন প্রশাসনের অনুমতি নিতে হবে।