তুরস্ককে মোকাবিলায় আসাদ সরকারের সঙ্গে হাত মেলাল কুর্দিরা

Looks like you've blocked notifications!
উত্তর সিরিয়ার রাস আ-আইন শহরে গতকাল রোববার তুর্কি বিমান হামলায় বোমা বিস্ফোরণে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ছবি : সংগৃহীত

তুরস্কের সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে শেষমেশ আসাদ সরকারের সঙ্গে হাত মিলিয়েছে উত্তর সিরিয়ার কুর্দিরা। তারা জানিয়েছে, তুরস্ককে মোকাবিলায় সরকার এরই মধ্যে তাদের নিয়ন্ত্রিত এলাকায় সেনা পাঠিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সেনা মোতায়েনের খবর দেওয়া হয়েছে। অন্যদিকে চুক্তি সম্পর্কে উত্তর সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন প্রশাসন বিবিসিকে জানায়, এই চুক্তির আওতায় সিরিয়ার সরকারি বাহিনী পুরো সীমান্ত এলাকায় তাদের সেনা মোতায়েন করতে পারবে। এ ছাড়া উত্তর সিরিয়ার আফরিনের মতো যেসব শহর তুর্কিদের দখলে রয়েছে, সেসব জায়গায়ও সেনা মোতায়েন করতে পারবে আসাদ সরকারের বাহিনী।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহারের ঘোষণার পর কুর্দিরা আসাদ সরকারের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কুর্দি এলাকায় তুরস্কের হামলার পর এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন বলছে, তুর্কি-কুর্দি বিরোধ দুই পক্ষের দীর্ঘদিনের বিবদমান বিষয়, এখানে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই।

অথচ কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স সিরিয়া যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় একই সঙ্গে আইএস ও আসাদবিরোধী লড়াই করে আসছিল তারা। এখন নিজেদের বিপদকালে যুক্তরাষ্ট্রের সরে পড়ায় বেশ বেকায়দায় পড়েছেন কুর্দি নেতারা।

গত বুধবার থেকে তুরস্ক সীমান্তবর্তী উত্তর সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চলে অভিযান চালানো শুরু করেছে তুরস্কের সামরিক বাহিনী। তুরস্কের ভেতরে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে যোগসাজশের কথা বলে সিরিয়ার কুর্দিদের ওপর হামলা চালাচ্ছে তুর্কি সরকার। এতে উভয়পক্ষের শতাধিক লোক নিহত হয়েছে। লক্ষাধিক কুর্দি সাধারণ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হয়েছে।