বিজেপি সভাপতির পদ ছাড়ছেন অমিত শাহ
তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি এবং নরেন্দ্রি মোদি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরই গুঞ্জন উঠেছিল বিজেপির প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়াবেন কি না?
অবশেষে সেই গুঞ্জনের অবসান হতে চলেছে। বিজেপি সভাপতি অমিত শাহ গত সোমবার নিজের মুখেই ঘোষণা করেছেন যে, দল খুব তাড়াতাড়ি নতুন সভাপতি পেতে চলেছে। চলতি বছরের ডিসেম্বরে সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হলে দলের নেতৃত্বের জন্য নতুন নেতার পথ তৈরি করবেন তিনি।
অমিত শাহ বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই দলের মধ্য থেকে নতুন একজন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, আনুষ্ঠানিকভাবে দলের সভাপতির আসনে না থাকলেও তিনি পর্দার আড়াল থেকে দলকে পরিচালনার ‘সুপার পাওয়ার’ হিসেবে কাজ করবেন এমন ধারণা মোটেও ঠিক নয়। তিনি আরো জানান, ২০১৪ সালে তিনি বিজেপি প্রধানের দায়িত্ব নেওয়ার সময়ও ঠিক এমনই কথা উঠেছিল এবং একবার তাঁর বদলে অন্য কেউ এসে সংগঠনের হাল ধরলেই সব জল্পনা শেষ হবে।
বিজেপি যে নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ীই পরিচালিত হবে সে কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, বিজেপি কংগ্রেসের মতো নয় এবং কেউ একে পর্দার আড়াল থেকে চালাতে পারবে
অমিত শাহ বলেন, সামনে সাংগঠনিক নির্বাচন। নতুন সভাপতি ডিসেম্বরের মধ্যেই দায়িত্ব গ্রহণ করবেন এবং দলের বিষয়গুলো বুঝে নেবেন।