বিবিসির জরিপ

প্রভাবশালী ১০০ নারীর তালিকায় রোহিঙ্গা বংশোদ্ভূত বাংলাদেশি ক্রিকেটার

Looks like you've blocked notifications!
ক্রিকেটার জেসমিন আক্তার। ছবি : সংগৃহীত

বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় উঠে এসেছে রোহিঙ্গা বংশোদ্ভূত বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ক্রিকেটার জেসমিন আক্তারের নাম। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জন্ম নেন জেসমিন।

শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর ব্র্যাডফোর্ড শহরের অল-এশিয়ান গার্লস ক্রিকেট দলে খেলে নিজের খেলোয়াড়ি নৈপুণ্যের প্রমাণ দেন জেসমিন। এ বছর পথশিশুদের বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড দলের হয়ে খেলেন জেসমিন।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির ২০১৯ সালের প্রভাবশালী একশ নারীর তালিকাটি আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশ করা হয়। পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃষ্টিশীলতা, খেলাধুলা ও পরিচয়—এমন ছয় ক্যাটাগরিতে সারা বিশ্বের ১০০ নারীর নাম প্রকাশ করা হয়। এতে প্রত্যেকের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়। সেখানে জেসমিনের দেশ পরিচয়ে যুক্তরাজ্য-বাংলাদেশ লেখা রয়েছে।

পরিবেশ আন্দোলনে সাড়াজাগানো সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ এবং ২৬ বছর বয়সে আফগানিস্তানের ময়দান ওয়ারদাক শহরের মেয়রের দায়িত্ব নেওয়া জারিফা গাফারির মতো অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব এবারের তালিকায় স্থান পেয়েছেন।

২০৩০ সাল নাগাদ পৃথিবীটা কেমন হবে, তার রূপরেখা মাথায় রেখে এবারের তালিকা করা হয়েছে।