আল-আকসা মসজিদ নিয়ে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ সন্নিকটে : হামাস

Looks like you've blocked notifications!

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস বলেছে, পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের অবমাননার কারণে সর্বাত্মকভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

ইরানি বার্তা সংস্থা পার্স টুডে এক প্রতিবেদনে জানায়, হামাসের মুখপাত্র ফাউজি বারহুম গতকাল সোমবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইহুদিবাদী ইসরায়েলের উসকানিমূলক আচরণের কারণে তেল আবিবকে চড়া মূল্য দিতে হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

পাশাপাশি দখলদার ইসরায়েল ও অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেরুজালেম শহরের জনগণকে তাদের প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান ফাউজি বারহুম।

পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীরা যে অবমাননাকর তৎপরতা চালাচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আরব দেশগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।

পবিত্র আল-আকসা মসজিদে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের অবমাননামূলক তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরো কয়েকটি সংগঠন। এসব সংগঠন বলেছে, আল-আকসা মসজিদের অবমাননার ঘটনা থেকে ইসরায়েলের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে।