ওয়াশিংটনে হামলার হুমকি আইএসের
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হামলার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সোমবার প্রচারিত এক ভিডিওতে এ হুমকি দেওয়া হয়।
রয়টার্স-এর খবরে বলা হয়, ভিডিওটি কোথায়, কখন করা হয়েছে, তা জানা যায়নি। এতে দুই আইএস সদস্য ওয়াশিংটনে হামলার ঘোষণা দিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, দুই পাশে অস্ত্রধারী দুই আইএস সদস্যের মাঝে দাঁড়িয়ে একজন হামলার ঘোষণা দিচ্ছেন। ওই আইএস সদস্য আরবিতে বলেন, যে রাষ্ট্রগুলো ধর্মযুদ্ধকারীদের প্রচারে শামিল হয়েছে, তাদের ওপরও হামলা করা হবে। যেভাবে ফ্রান্সের প্রাণকেন্দ্র প্যারিসে হামলা হয়েছে, সেভাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্র ওয়াশিংটনেও হামলা করা হবে।
একই ভিডিওতে গাড়িতে বসা সশস্ত্র আরেক আইএস সদস্য আরবিতে বলেন, ‘ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে বলতে চাই, আমরা মৃত্যুফাঁদ ও বিস্ফোরক নিয়ে আসছি। আমরা বিস্ফোরক বেল্ট ও গান (বন্দুক) সাইলেন্সার নিয়ে আসছি। আমাদের থামাতে পারবে না। কারণ, আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’
ভিডিওটি আইএসের কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে সালাহউদ্দিন প্রদেশে থাকা আইএস সদস্যরা এটি প্রচার করেছে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমরা যেকোনো হুমকিকেই গুরুত্ব দিয়ে দেখি। তবে এখন পর্যন্ত বিশ্বস্ত কোনো সূত্র থেকে যুক্তরাষ্ট্রে হামলার খবর পাওয়া যায়নি।’
গত শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েকটি স্থানে বোমা হামলায় ১২৯ জন নিহত হন। আহত হন আরো শতাধিক মানুষ। ওই হামলার দায়িত্ব স্বীকার করে আইএস।