অবশেষে বিতর্কিত প্রত্যর্পণ বিলটি তুলে নিল হংকং আইনসভা

Looks like you've blocked notifications!

অবশেষে বিতর্কিত প্রত্যর্পণ বিলটি আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে হংকং আইনসভা। এই বিতর্কিত বিলকে কেন্দ্র করে কয়েক মাস ধরে হংকংয়ে রক্তক্ষয়ী বিক্ষোভ করছেন হংকংয়ের গণতন্ত্রপন্থী অধিবাসীরা।

সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে হংকংয়ের নেতা ক্যারি ল্যাম গত ১৬ অক্টোবর পার্লামেন্টে বার্ষিক ‘স্টেট অব দি ইউনিয়ন’-এ ভাষণ দেন। কিন্তু ভাষণ প্রদানকালে বিরোধীদের বিক্ষোভের মুখে তা স্থগিত করতে বাধ্য হন ল্যাম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হংকং কয়েক মাস ধরেই সরকারবিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে যাচ্ছে। বিক্ষোভকারীদের আন্দোলনের কারণে গত জুলাইয়ে বন্ধ হয়ে যাওয়া পার্লামেন্ট গত ১৬ অক্টোবর পুনরায় শুরু হয়েছিল।

এ সভায় বিক্ষোভের জন্ম দেওয়া বিতর্কিত প্রত্যর্পণ বিল আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে বলে আশা করা হয়েছিল।

ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে চীনের অধীনে থাকা হংকংয়ে সাম্প্রতিক দাঙ্গা বা বিক্ষোভ শুরু হয় মূলত একটি বন্দিবিনিময় আইনের খসড়াকে কেন্দ্র করে।

ওই আইনে বলা ছিল, হংকংয়ে কেউ গ্রেপ্তার হলে তাকে চীনের হাতে তুলে দেওয়া যাবে, যেখানে রয়েছে ভিন্ন ধরনের বিচার ব্যবস্থা।

খসড়া আইনটি বাতিলের দাবিতে এরপর হংকংয়ে নিয়মিতভাবে প্রতিবাদ-বিক্ষোভ চলতে থাকে। এসব বিক্ষোভে লাখ লাখ মানুষ যোগ দেয়।

ব্যাপক জনবিক্ষোভের মুখে গত জুনে হংকং প্রশাসন খসড়া প্রস্তাবটি সাময়িকভাবে স্থগিত করলেও বিক্ষোভকারীরা আরো বিভিন্ন দাবি জানিয়ে আসছে।