নতুন লড়াইয়ে মাঠে নামলেন ওয়াসিম আকরাম

Looks like you've blocked notifications!

ক্রিকেট ছেড়েছেন প্রায় ১৬ বছর আগে। এরপর থেকে ধারাভাষ্যে হোক কিংবা পরামর্শক; ক্রিকেটেই আছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। জীবনের বড় একটা অংশ কাটিয়েছেন বল হাতে লড়াই করে। সম্প্রতি আবারও লড়াইয়ে নেমেছেন আকরাম। আর এবার তিনি শিশুদের দলে। পাকিস্তানের পোলিও নির্মূলে মাঠে নেমেছেন সাবেক এই গতিতারকা।

পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির পোলিও নির্মূল কর্মসূচির শুভেচ্ছা দূত হয়েছেন ওয়াসিম আকরাম। এ ব্যাপারে সচেতন করতে কাজ করবেন তিনি। আজ বৃহস্পতিবার ইসলামাবাদে এ সংক্রান্ত একটি অনুষ্ঠানে নিজের অবস্থান তুলে ধরেন আকরাম।

ওয়াসিম আকরাম বলেন, ‘পোলিও থেকে শিশুদের রক্ষা করতে সব রাজনৈতিক দলকেই ভূমিকা রাখা উচিত। দুই ফোঁটা পোলিওর টিকা দেশ থেকে পোলিও নির্মূল করতে পারে। চলুন দেশ থেকে পোলিও নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ হই। পোলিও বিরুদ্ধে সফলতা আসবেই।’

আকরাম জানান, পোলিও নির্মূলে তিনি সব ধরনের সহযোগিতা করবেন। পোলিও টিকা কর্মসূচিতে দেশটির দুই লাখ ৬০ হাজার কর্মী কাজ করছে।

এরইমধ্যে এ নিয়ে একটি বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে পোলিও নির্মূল নিয়ে কথা বলেছেন ওয়াসিম আকরাম। সেখানে আকরাম সবার উদ্দেশে বলছেন, ‘খেলোয়াড় হয়ে আমাদের সঙ্গে মাঠে নামতে হবে, পোলিওকে হারাতে হবে। আসুন সবাই মিলে চ্যাম্পিয়ন হই।’