৮ সহযোদ্ধাকে গুলি করে হত্যা, রুশ সেনা আটক

Looks like you've blocked notifications!

আট সহযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে এক রুশ সেনা। এ সময় আরো অন্তত দুজন সেনা আহত হন।

গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর চিতার গোর্নি এলাকার একটি সেনাঘাঁটিতে এ ঘটনা ঘটে। ইরানি গণমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।

এ ঘটনার পর রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দায়ী সেনাসদস্য সম্ভবত মানসিক সমস্যায় ভুগছেন। তাঁকে আটক করা হয়েছে। নিহত সেনাসদস্যদের নাম রামিল শামসুতদিনোভ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সেনা সদস্যদের দায়িত্বের দৈনিক পালাবদলের সময় হামলার ওই ঘটনাটি ঘটে।

এ ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে কারতাপোলভ।

২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে একাধিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে রাশিয়ার সামরিক বাহিনীতে ব্যাপক মানসিক ও শারীরিক নির্যাতনের খবর উঠে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের সামরিক বাহিনীর আধুনিকায়ন করাসহ নিপীড়ন সমূলে উৎপাটন করার দাবি করে রাশিয়া।