সেনাদের সঙ্গে দেখা করতে কাশ্মীরে মোদি
সেনাদের সঙ্গে দেখা করতে আচমকা কাশ্মীর সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, মোদির এবারের কাশ্মীর সফরের উদ্দেশ্য- সীমান্তে নিয়োজিত সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করা। তিনি এখন কাশ্মীরের রাজৌরি জেলায় অবস্থান করছেন।
ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার বক্তব্যের বরাত দিয়ে রোববার সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লাইন অব কন্ট্রোলে (এলওসি) দেশ রক্ষার কাজে নিয়োজিত সেনাদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগাভাগি করার উদ্দেশে নরেন্দ্র মোদি কাশ্মীর সফরে গেছেন।
এছাড়া এবার কাশ্মীরে ভারতীয় সেনা মোতায়েন দিবস ও দীপাবলি একইদিনে পালিত হচ্ছে। এটিও মোদির কাশ্মীর সফরের পেছনে অন্যতম কারণ।
রাজৌরি জেলার অবস্থান ভারত-পাকিস্তান সীমান্ত নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলের (এলওসি) একেবারে পাশেই। কাশ্মীর পৌঁছে মোদি সরাসরি সেখানে সেনাবাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টারসে নামেন। সেখানে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে তৃতীয়বার দীপাবলি উদযাপনে কাশ্মীর সফরে গেলেন নরেন্দ্র মোদি।