আর্জেন্টিনায় ক্ষমতায় ফিরল বামপন্থী দল

Looks like you've blocked notifications!

আর্জেন্টিনার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল দলকে হারিয়ে দিয়েছেন মধ্য-বামপন্থী বিরোধীদলীয় প্রার্থী আলবার্তো ফারনান্দেজ। দেশটির অর্থনৈতিক ইস্যুগুলো এবারের নির্বাচনে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে। 

ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাউরিসিও মাকরির বিপক্ষে দাঁড়িয়ে আলবার্তো জয়ের জন্য প্রয়োজনীয় ৪৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন। আলবার্তোর বিজয় উদযাপন করতে তাঁর নির্বাচনী কার্যালয়ের সামনে ভিড় জমান উল্লসিত জনতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

আর্জেন্টিনায় চলছে চরম অর্থনৈতিক সংকট। দেশের এক-তৃতীয়াংশ জনগণ দরিদ্রতার মধ্যে বসবাস করছে। এমন পরিস্থিতেই অনুষ্ঠিত হয়েছে এবারের নির্বাচন।

তবে নির্বাচনে মাকরির দলের ভরাডুবির বিষয়টি আগেই অনেকটা আঁচ পাওয়া যাচ্ছিল। প্রাক-নির্বাচনী জরিপে প্রতিদ্বন্দ্বী আলবার্তোর চেয়ে অনেকটাই পিছিয়ে ছিলেন মাকরি। এ ছাড়া গত আগস্টে অনুষ্ঠিত প্রাথমিক পর্বের নির্বাচনেও প্রতিপক্ষের কাছে গো-হারা হেরেছিলেন তিনি।

স্থানীয় সময় গতকাল রোববার রাতে মাকরির হারের বিষয়টি নিশ্চিত হয়। এর পর নির্বাচনে বিজয়ী আলবার্তোকে অভিনন্দন জানান মাকরি। পাশাপাশি ক্ষমতা হস্তান্তর বিষয়ে আলাপ-আলোচনার জন্য তিনি আলবার্তোকে প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রণ জানান।

মাকরির আহ্বানে সাড়া দিয়ে আলবার্তো তাঁর সমর্থকদের জানান, বিদায়ী প্রেসিডেন্টকে ‘আমরা সর্বাত্মক সহযোগিতা করব’।

আলবার্তো নির্বাচনে জয়ী হওয়ায় নতুন এক আর্জেন্টিনার স্বপ্ন দেখছেন তাঁর সমর্থকরা।

তেমনই এক সমর্থক ৩৫ বছর বয়সী পাওলা ফিওরে বলেন, ‘আমরা উল্লসিত ও আশাবাদী, কারণ আমরা জানি জনগণের কথা ভাবে এমন সরকার ফিরে এসেছে।’