বন্ধুকে বাঁচাতে কুমিরের সঙ্গে শিশুর ধস্তাধস্তি
কুমিরের পিঠে চড়ে বসে চোখে খোঁচা দিয়ে বান্ধবীকে প্রাণে বাঁচিয়েছে ১১ বছরের এক শিশু। জিম্বাবুয়ের উত্তর পশ্চিমাঞ্চলের বুলাওয়ে থেকে ২০০ মাইল দূরের শহর হংগেতে এ ঘটনা ঘটে।
গোসল করতে পানিতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়ে চিৎকার করতে থাকে ৯ বছর বয়সী লাতোয়া মুওয়ানি। বান্ধবীর চিৎকার শুনে সদ্য গোসল থেকে ওঠা তীরে দাঁড়ানো ছেলেমেয়েদের মধ্যে থাকা রেবেকা মুঙ্কোম্বে ঝাঁপিয়ে পড়ে কুমিরের পিঠে চড়ে বসে। আঙুল দিয়ে কুমিরের চোখে খোঁচা দেয় রেবেকা। ফলে কুমির থাবা ছেড়ে দিয়ে গভীর পানিতে চলে যায়। জখম হলেও প্রাণে বেঁচে যায় লাতোয়া। স্থানীয় সংবাদপত্র সানডে নিউজের বরাত দিয়ে গালফ নিউজ অনলাইন এ খবর দিয়েছে।
ভুক্তভোগী লাতোয়ার বাবা ফরচুন মুওয়ানি বলেন, ‘মেয়ের বেঁচে আসাটা অলৌকিক। কীভাবে রেবেকা এটা করেছে জানি না। কিন্তু আমি ঈশ্বরের নিকট কৃতজ্ঞ।’
স্থানীয় জনপ্রতিনিধি স্টিভ চিসোস বলেন, ‘নদীর পানি বেড়ে যাওয়ায় কুমিরের আক্রমণ বেড়ে গেছে। এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষজন।’