ইসরায়েলকে ধ্বংস করার ক্ষমতা রাখে হিজবুল্লাহ : ইসরায়েলি জেনারেল

ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর জেনারেল ইজহাক ব্রিক বলেছেন, ইরান ও হিজবুল্লাহ মিলে ইসরায়েলকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পরিণত করতে পারে।
ইরানি বার্তা সংস্থা পার্স টুডে এক প্রতিবেদনে জানায়, ইজহাক ইসলামি প্রজাতন্ত্র ইরান ও লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রতি ইঙ্গিত করে বলেন, তাদের ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের প্রয়োজন নেই। তারা বাইরে থেকেই ইসরায়েলকে যুদ্ধবিধ্বস্ত দেশে পরিণত করার ক্ষমতা রাখে। তিনি কেবল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তির প্রতি ইঙ্গিত করে বলেন, বিভিন্ন বিশ্বাসযোগ্য সূত্র মতে হিজবুল্লাহর কাছে বিভিন্ন ধরণের এক লাখ ৩০ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে দূরপাল্লার ভারী ক্ষেপণাস্ত্রের সংখ্যা ১০ হাজারের বেশি। এসব ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হাতে সক্ষম।
ইজহাক আরো বলেন, হিজুবল্লাহর ওই সব ক্ষেপণাস্ত্র এতটাই নিখুঁত যে, সেগুলো লক্ষ্যবিন্দুর এক থেকে ৩০ মিটারের মধ্যে গিয়ে আঘাত হানে।
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সম্পর্কে ইজহাক বলেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা সাড়ে তিনশ থেকে সাড়ে সাতশ কিলোমিটারের মধ্যে। তাদের জুলফিকার নামের ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে সাড়ে সাতশ কিলোমিটার। এগুলো তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকা থেকে ইসরায়েলের দক্ষিণের ইলাত শহরে আঘাত হানতে পারবে।
দখলদার ইসরায়েলের এই জেনারেল আরো বলেন, এত বেশিসংখ্যক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে পারে এমন কোনো দেশ বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। ইসরায়েলকে যুদ্ধবিধ্বস্ত এলাকায় পরিণত করতে এক হাজার ক্ষেপণাস্ত্রই যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন। তিনি স্বীকার করেন, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এসব ক্ষেপণাস্ত্র মোকাবিলায় যথেষ্ট নয়।