রক্ষীসহ চারজনকে বরখাস্ত করলেন থাই রাজা
প্রেমিকাকে দেওয়া রাজকীয় মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার এক সপ্তাহের মাথায় দুই রাজরক্ষীসহ চারজনকে বরখাস্ত করেছেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালাংকরান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার রাতে বরখাস্তের আদেশ পাওয়া দুজন ছিলেন শয়নকক্ষ বিভাগের রক্ষী আর অপর দুজন ছিলেন কর্মকর্তা পর্যায়ের।
এক রাজ ফরমানে জানানো হয়েছে, বরখাস্ত হওয়ারা কোনো ক্ষতিপূরণ পাবে না। গত সপ্তাহে রানি হওয়ার অন্যায় প্রচেষ্টা আর প্রদত্ত ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে দীর্ঘদিনের এক প্রেমিকাকে দেওয়া সব রাজকীয় সম্মাননা ও পদ ছিনিয়ে নেন থাইল্যান্ডের রাজা ভাজিরালংকরান।
সে দেশের প্রায় এক শতাব্দীর ইতিহাসে প্রথমবারের মতো ওয়ংভাজিরাপাকদি সিনিনাত নামের ওই নারীকে ‘রয়াল কনসোর্ট’ মর্যাদা দেওয়া হয়েছিল।
রাজ মর্যাদা কেড়ে নেওয়ার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিনাত উচ্চাকাঙ্ক্ষী ছিলেন ও নিজে রানির মর্যাদা পাওয়ার স্বার্থে বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। মর্যাদা হারানোর পর তাকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি।