আইএস নিশ্চিহ্নে জাতিসংঘের সম্মতি

Looks like you've blocked notifications!
জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূলে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে। ছবি : শিনহুয়া

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের  বিরুদ্ধে ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’নিতে সম্মতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। এ লক্ষ্যে সংস্থাটি সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে।

বিবিসির খবরে বলা হয়,  ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার পর সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বেলজিয়াম। যেকোনো সময় আইএসের হামলার আশঙ্কায় আছে দেশটি। এমন পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য রাষ্ট্র ফ্রান্স প্রস্তাবটি আনে। এতে সম্মতি দেয় বাকি রাষ্ট্রগুলো।

গত শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে হামলায় ১৩০ জন নিহত হয়। এ হামলার দায় স্বীকার করে আইএস। চলতি মাসে লেবাননে হামলার এবং এর আগে অক্টোবরে রাশিয়ার যাত্রীবাহী বিমান ধ্বংসের ঘটনারও দায় স্বীকার করে আইএস। এমন এক সময়ে জঙ্গিগোষ্ঠীটি নিশ্চিহ্নে প্রস্তাব আনা হলো জাতিসংঘে।

ওই প্রস্তাবে তিউনিসিয়ার সুসে এবং তুরস্কের আঙ্কারায় সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়।

নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবে সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে বলা হয়, ‘সন্ত্রাসী হামলা প্রতিরোধ এবং দমনে প্রচেষ্টা দ্বিগুণ’করা দরকার।

নিরাপত্তা পরিষদের প্রস্তাবটির খসড়া কপি দেখতে ক্লিক করুন