নেপাল ও ভারত সীমান্ত স্বাভাবিক করতে জাতিসংঘের আহ্বান
নেপাল ও ভারত সীমান্তে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বাধা না দিতে এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে নেপালের বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। একই সঙ্গে তিনি মতপার্থক্য দূর করতে সংলাপের কথাও বলেছেন।
জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়, জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য নেপাল ভারতের ওপর নির্ভরশীল। কিন্তু গত সেপ্টেম্বর মাসে নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে ওই সীমান্ত দিয়ে খুব কমসংখ্যক মালবাহী গাড়ি প্রবেশ করেছে।
এ অচলাবস্থার প্রেক্ষাপটে বানের মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, নেপাল ও ভারত সীমান্তে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ করে দেওয়ায় বান কি মুন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দেরি না করে দ্রুত এসব বাধা তুলে নিতে বান কি মুন সকল পক্ষের প্রতি আহ্বান জানান।