সবচেয়ে বেশি বয়সে বিয়ের রেকর্ড!

বয়স বেশি হয়ে গেলে নাকি বিয়েতে মানা ! এ নিয়ে ‘বুড়ো বয়সে ভীমরতি’ ধরনের অনেক বাগধারারই প্রচলন আছে আমাদের সমাজে। কিন্তু এসব নিয়ম, কথাবার্তাকে থোড়াই কেয়ার করে সবচেয়ে বেশি বয়সে বিয়ে করে রেকর্ড গড়লেন যুক্তরাজ্যের নাগরিক জর্জ কিরবি (১০৩) এবং ডরেন লাকি (৯১)!
গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী, এই দম্পতিই এখন পৃথিবীর সবচেয়ে বেশি বয়সে বিয়ের রেকর্ড গড়লেন। বিয়ের দিন তাদের দুজনের মিলিত বয়স ছিল ১৯৪ বছর ২৮০ দিন। আর তাঁদের দুজনের ঘরে সাত ছেলেমেয়ে আর ১৫ জন নাতিনাতনি রয়েছে।
চলতি বছরের জুন মাসে তাঁরা দুজন ইস্টবোর্নের লাঙ্ঘাম হোটেলে বিয়ে করেন। বিয়ের পরপরই ‘সবচেয়ে বেশি বয়সে বিয়ে’-এর স্বীকৃতি চেয়ে আবেদন করেছিলেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তপক্ষের কাছে। যাচাইবাছাই করে এই বিশ্বরেকর্ড সংস্থাটির কর্তৃপক্ষ পাঁচ মাস পর গতকাল মঙ্গলবার ‘নবদম্পতিকে’ এই স্বীকৃতি দিল। এর আগে সবচেয়ে বেশি বয়সে বিয়ের রেকর্ড ছিল জ্যামাইকার ১৯১ বছর ১২৬ দিনের এক দম্পতির।
‘দিন ইনডিপেনডেন্টের’ কাছে এই নবদম্পতি জানান, ১৯৮৮ সাল থেকে তাঁরা বিয়ে ছাড়াই একসঙ্গে থাকতেন। কিন্তু ছেলেমেয়ের চাপে পড়ে এবার তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়েটা করেই ফেললেন।