বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আজ ইউরোপীয় পার্লামেন্টে বিতর্ক
বাংলাদেশে বিদেশি হত্যাসহ সাম্প্রতিক বিষয়াদি নিয়ে বিতর্ক করবে ইউরোপীয় পার্লামেন্ট। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে এই বিতর্ক হওয়ার কথা রয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে বলা হয়েছে, বিতর্কে বাংলাদেশে প্রকাশক-ব্লগারদের ওপর হামলা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত, জাতীয় সংলাপসহ অন্যান্য বিষয় তুলে ধরবে সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাট গ্রুপ।
ব্লগার, প্রকাশক, অ্যাকটিভিস্ট এবং বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের এই পক্ষ। সেই সঙ্গে এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সাজা দেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা এবং দেশের জবাবদিহি ও তথ্য সংরক্ষণে ভূমিকা রাখতে মানবাধিকার সংগঠনগুলোকে যথাযথ দায়িত্ব পালন করতে দিতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয়েছে।
সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাট গ্রুপ বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া দেশের বিরোধী দলের যেসব নেতাকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে, তাঁদেরও মুক্ত করে দিতে বলেছে।
চলমান সংকট নিরসনে দেশের বিরোধী দল, সব গণতান্ত্রিক দল ও সুশীল সমাজের সঙ্গে জাতীয় সংলাপের আয়োজন করতে বাংলাদেশ সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।