সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিন
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। এই নিষেধাজ্ঞার কারণে ধর্মীয় মৌলবাদ, অসহিষ্ণুতা এবং চরমপন্থী সহিংসতা বাড়বে বলেও তারা মনে করছে।
পাশাপাশি সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইপি।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেলে ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে এসব কথা বলা হয়।
বাংলাদেশে ধর্মনিরপেক্ষ লেখক, ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু এবং বিদেশি উন্নয়নকর্মীদের ওপর ইসলামপন্থী চরমপন্থীদের হামলার ঘটনায়ও তীব্র নিন্দা জানিয়েছে ইপি।
এ ছাড়া গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইপি। সরকারের সমালোচনামূলক লেখা প্রকাশের কারণে প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিতে এবং বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যমগুলো খুলে দিতেও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় তারা।
একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা ও দায়মুক্তি বিষয়ে ২০১৩ সালে ঘোষিত জাতিসংঘের কর্মপরিকল্পনা বাংলাদেশে দ্রুত বাস্তবায়নের দাবিও জানিয়েছে ইপি।