সিরিয়ায় হামলা নিয়ে ব্রিটিশ এমপিরা ভোট দেবেন আজ
সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে বিমান হামলা চালানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ব্রিটিশ এমপিরা। আজ বুধবার দেশটির নিম্নকক্ষ পার্লামেন্ট হাউস কমনসে এ-সংক্রান্ত ১০ ঘণ্টা বিতর্কের পর ভোট দেবেন তাঁরা।
সিরিয়ার রাক্কা শহরসহ কয়েকটি জায়গায় আইএসের ঘাঁটি লক্ষ্য করে এরই মধ্যে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়াসহ বিভিন্ন দেশ।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তাঁর দেশের নিরাপত্তার জন্য হুমকি আইএস।
দেশটির লেবার পার্টির নেতা জেরেমি করবিন হামলার বিরোধিতা করলেও তাঁর নিজ দলের এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অনুরোধ করেছেন। লেবার পার্টির ৫০ জনের বেশি এমপি সরকারকে সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে।
আশা করা হচ্ছে, সিরিয়ায় চার বছর ধরে চলমান সংঘর্ষে সামরিক হস্তক্ষেপের ব্যাপারে ডেভিড ক্যামেরন পার্লামেন্টে সমর্থন পাবেন।
বিবিসি জানিয়েছে, পার্লামেন্টে ভোটের প্রাক্কালে করবিনসহ অন্যদের ‘সন্ত্রাসবাদীদের দরদী’ বলে অভিহিত করেন ক্যামেরন। তাঁর এ মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়।
আজ ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব ছিল। কিন্তু সারা দিনই সিরিয়া নিয়ে বিতর্ক হবে। পরে একই বিষয়ে ভোট হবে গ্রিনিচ সময় রাত ১০টায়।