সিরিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাজ্যের পার্লামেন্ট
সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালাতে যুক্তরাজ্যকে অনুমতি দিয়েছে দেশটির পার্লামেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার এক ভোটাভুটিতে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের আইনপ্রণেতারা এ অনুমোদন দেন।
প্রায় ১০ ঘণ্টা বিতর্কের পর ৩৯৭ আইনপ্রণেতা (এমপি) সিরিয়ায় বিমান হামলা চালানোর ব্যাপারে হ্যাঁ ভোট দেন।
ভোটের পরপরই যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি ছেড়ে গেছে চারটি টর্নেডো বিমান। তবে এগুলোর গন্তব্য কোথায়, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যায়নি। এ ছাড়া আরো চারটি যুদ্ধবিমান প্রস্তুত করে ঘাঁটিতে রাখা হয়েছে। এই বিমানগুলো ইরাক যুদ্ধে বোমাবর্ষণের জন্য ব্যবহার করা হতো।
নিজেদের রাজনৈতিক প্রতিবেদক রবিন ব্রান্টের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, এই বিমানগুলো কোন লক্ষ্যে ছুটে যাবে, সে সম্পর্কে কিছুই বলছে না ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে যদি এগুলো সিরিয়ার উদ্দেশে যায়, তবে অবাক হওয়ার কিছু নেই। রয়্যাল এয়ারফোর্স পশ্চিমা যৌথ বাহিনীর সঙ্গে মিলে সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।
ভোটের পর ব্রিটিশ এমপিরা বলছেন, নিজেদের দেশকে নিরাপদ রাখার জন্য তাঁরা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তবে এ সিদ্ধান্তের বিরোধিতাকারীরা বলছেন, এটি একটি ভুল পদক্ষেপ।
ব্রিটেনের পররাষ্ট্র সচিব ফিলিপ হ্যামন্ড মনে করছেন, সিরিয়ায় বিমান হামলা চালানোর সিদ্ধান্ত দেওয়ার মধ্য দিয়ে ব্রিটেন নিরাপদ হলো। হাউস অব কমন্সে ভোটাভুটির এই ফলকে স্বাগত জানান তিনি।