ক্যালিফোর্নিয়ায় হামলা : দুই সন্দেহভাজন নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/03/photo-1449117725.jpg)
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনো শহরে সরকারি সামাজিক সেবা প্রদান সংস্থার কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত দুই সন্দেহভাজনকে পুলিশ গুলি করে হত্যা করেছে। পুলিশের দাবি, তাদের একজন নারী ও একজন পুলিশ। সামরিক পোশাক পরিহিত এ দুজনের কাছে রাইফেল, হ্যান্ডগ্রেনেড ছিল বলে পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে বন্দুকধারীরা গুলি করে এই সেবাকেন্দ্রের ১৪ জনকে গুলি করে হত্যা করে। এ সময় আহত হয়েছেন আরো ১৭ জন। একাধিক বন্দুকধারী গুলি চালিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২০১২ সালে নিউটনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের ঘটনার পর এটিই যুক্তরাষ্ট্রে ঘটা সবচেয়ে বড় হামলার ঘটনা। নিউটনের ঘটনায় বন্দুকধারীসহ ২৭ জন নিহত হয়েছিল।
এক সংবাদ সম্মেলনে স্যান বার্নারডিনো পুলিশপ্রধান জ্যারড বারজুয়ান বলেন, ‘হামলাকারীরা পরিকল্পনা করেই এ মিশনে এসেছিল। এবং তাদের যা করার তাই তারা করেছে।’
পুলিশপ্রধান আরো বলেন, বন্দুকধারীরা এখনো সক্রিয় থাকায় স্থানীয় সব স্কুল, সরকারি ভবন ও হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্দুকধারীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
জ্যারড বারজুয়ান আরো বলেন, বন্দুকধারীদের হামলার পেছনে কোনো কারণ জানা যায়নি।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই একে ‘সন্ত্রাসী’ হামলা বলেনি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।