সিরিয়ায় যুক্তরাজ্যের বিমান হামলা শুরু
সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার রয়্যাল এয়ারফোর্সের টর্নেডো বিমান প্রথমবারের মতো আইএসকে লক্ষ্য করে হামলা চালায়।
যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের আইনপ্রণেতারা আজ এক ভোটাভুটিতে এই হামলার অনুমোদন দেন। অনুমোদন দেওয়ার কিছু সময়ের মধ্যেই সিরিয়ায় আক্রমণ করল দেশটির বিমানবাহিনী।
অনুমোদনের পরপরই সাইপ্রাস দ্বীপের আকরোতিরি ঘাঁটি থেকে ছেড়ে গিয়েছিল এই টর্নেডো বিমানগুলো।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, সিরিয়ার ওপর প্রথম আক্রমণাত্মক হামলা চালানো হয়েছে। সাইপ্রাসের ঘাঁটি ছেড়ে যাওয়ার তিন ঘণ্টার মধ্যেই হামলা শেষে আবারো ঘাঁটিতে ফিরেছে চারটি টর্নেডো বিমানের দুটি। বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে ঘাঁটিতে ফিরে আসে বিমান দুটি।
বিবিসির প্রতিরক্ষাবিষয়ক প্রতিবেদক জনাথন বিয়েল জানিয়েছেন, টর্নেডোগুলো যখন রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি ছেড়ে যায়, তখন এগুলোতে ছিল তিনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা। বিমান দুটি যখন ফিরে আসে, তখন সেগুলোতে আর কোনো বোমা ছিল না।
লক্ষ্যবস্তু এবং হামলার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে।
বিমান হামলার ঘটনা আজ প্রথম হলেও যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স আগে থেকেই সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে অংশ নেয়।