স্কুলের নিষেধাজ্ঞা, বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের নামাজ
শ্রেণীকক্ষে, আশপাশ কিংবা মাঠে নামাজ আদায় নিষিদ্ধ করেছে যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের মিরফিল্ড গ্রামার স্কুল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে প্রচণ্ড ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করেছে স্কুলের কিছু শিক্ষার্থী।
এ ঘটনায় ওই শিক্ষার্থীদের অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপের উদ্যোগ নিয়েছে।
ডেইলি মেইলের খবরে বলা হয়, গত বছর থেকে মিরফিল্ড গ্রামার স্কুল কর্তৃপক্ষ ক্যাম্পাসের হলরুমে নামাজ পড়া নিষিদ্ধ করে। কিন্তু এরপরও কিছু শিক্ষার্থী নামাজ আদায়ের জন্য নিয়মিতই স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। তবে কর্তৃপক্ষ ভবনের মধ্যে কোথাও তাদের নামাজ পড়তে দেয়নি। শেষে বাধ্য হয়ে শিক্ষার্থীরা ছাদে কিংবা স্কুলের পাশে রাস্তায় নামাজ আদায় করেছে বলে দাবি করেছে। তাদের দাবির সপক্ষে কিছু ছবিও দেখা গেছে।
শিক্ষার্থীদের পরিবার জানিয়েছে, ২০১৪ সালের অক্টোবর থেকেই ঝামেলা চলছে। ওই সময় স্কুলের হলে নামাজের জন্য ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, হলরুম কখনোই প্রার্থনাকক্ষ হিসেবে ব্যবহার করতে দেওয়া হয়নি।
স্কুলের নিকটবর্তী একটি মসজিদ ও মাদ্রাসার চেয়ারম্যান আকুজি বাদাত বলেন, স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত লজ্জাজনক। সমস্যাটি নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, অন্য সব স্কুল, হাসপাতাল, শপিং সেন্টারসহ বড় স্থানে প্রতিটি ধর্মের মানুষের প্রার্থনার ব্যবস্থা আছে।
লিডসের ল ফার্ম ইসন হ্যারিসনের আইনজীবী ইউনুস লুনাত বলেন, অনেক পরিবারের পক্ষ থেকে অনুরোধে তিনি বিষয়টি দেখছেন। তবে বড় কোনো পদক্ষেপ নেওয়ার মতো অবস্থা এখনো সৃষ্টি হয়নি। বিষয়টি নিয়ে তিনি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।