মাসুদের ম্যাজিক কার্পেট!
এ যুগের আলাদিন! জাদুকর আলাদিন! ডিজনি চরিত্র আলাদিনের মতো পোশাক পরে ম্যাজিক কার্পেটে পা রেখে শিকাগোর রাস্তায় উড়ে বেড়াচ্ছেন এক যুবক! হঠাৎ দেখে পথচারীদের অনেকে বিস্মিত হচ্ছে। কেউ স্মার্টফোনে তাঁর ছবি তুলছে, কেউ বা ভিডিও ধারণ করছে।
ম্যাজিক কার্পেটে পা রেখে পাকিস্তানি বংশোদ্ভুত মার্কিন নাগরিক মাসুদ খানের ছুটে বেড়ানোর দৃশ্যের ভিডিওটি এখন ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
কয়েক মাস আগে নিজের পোস্ট করা ভিডিওটি ভাইন-এ তিন কোটি ৪০ লাখ বার শেয়ার হওয়ার পর রাতারাতি তারকা বনে যান মাসুদ।
মাসুদ যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগো শহরে থাকেন। ২২ বছর বয়সী মাসুদ সৌদি গেজেটকে জানান, আলাদিনের সাজে হ্যালোইন উৎসবে সবাইকে আনন্দ দিতে পেরে তিনি খুব খুশি। তিনি বলেন, ‘এক সকালে জেগে উঠে একদিনের জন্য আলাদিন সাজার কথা মাথায় আসে। আমার হুভার বোর্ডকে জাদুর কার্পেট বানিয়ে তাতে করে ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নিই। আমি আলাদিনের পোশাক পরি আর হুভার বোর্ডের ওপর একটি কম্বল মুড়িয়ে ম্যাজিক কার্পেট তৈরি করি।’
মাসুদ বলে চলেন, ‘যেকোনো সাধারণ মানুষ এই কাজ করতে পারবে। আমি এটিতে দাঁড়িয়ে সারা শহর ঘুরে বেড়াই। ওয়ালমার্টে যাই।এরপর ক্ষুধা অনুভব করায় ম্যাক ডোনাল্ডে যাই।’
ভাইনে ভিডিওটি আপলোড করার কয়েক মিনিটের মধ্যে প্রতিক্রিয়া দেখে মাসুদ অবাক হয়ে যান। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তাঁকে ‘হ্যালোইনের প্রকৃত বিজয়ী’ বলে উল্লেখ করেন। এর সঙ্গে তাঁর প্রশংসাও করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে বিশ্বের অন্য মুসলমানদের সঙ্গে ইতিবাচক বিষয়ে তাঁর জ্ঞান ও ভাবনা শেয়ার করবেন বলে জানান মাসুদ। তিনি বলেন, ‘হজের জন্য মক্কা ও মদিনা সফরের ইচ্ছে রয়েছে।’ মধ্যপ্রাচ্যের যুব সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছেও প্রকাশ করেন তিনি।