ভারতে পরমাণু হামলা করতে চেয়েছিল পাকিস্তান!

Looks like you've blocked notifications!
১৯৯৯ সালের ১০ জুলাই ওয়াশিংটনে বৈঠকের আগে নওয়াজ শরিফ ও বিল ক্লিনটন। ছবি : নিউইয়র্ক টাইমস থেকে

ভারত-পাকিস্তানের মধ্যে ১৯৯৯ সালে অনুষ্ঠিত কারগিল যুদ্ধে পরাজয়ের মুখে ভারতে পরমাণু হামলা করতে চেয়েছিল পাকিস্তান। এমনকি এর জন্য যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলেছিল দেশটি। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তৎকালীন প্রধান ব্রুস রিডেলের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থার সাবেক প্রধানের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস আরো জানিয়েছে, কারগিল যুদ্ধে তখন ভারতীয় সেনাবাহিনীর কাছে ক্রমেই পরাস্ত হচ্ছিল পাকিস্তানি রেঞ্জার্সরা। সেই সময়ে পাকিস্তান সেনাবাহিনীর দায়িত্বে থাকা পারভেজ মুশারফের ‘অতি আগ্রহে’ তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পরমাণু হামলার বিষয়ে মত দিয়েছিলেন।

১৯৯৯ সালের ৪ জুলাই, সিআইএর হাতে আসে পাকিস্তান সেনার কিছু অতি গোপন নথি। যা দেখে মার্কিন গোয়েন্দারা বুঝতে পারেন, ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার প্রস্তুতি সেরে ফেলেছে পাকিস্তান। এ অবস্থায় তড়িঘড়ি করে নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

একই বছরের ১০ জুলাই ওয়াশিংটনে নওয়াজ শরিফ আর ক্লিনটনের বৈঠকের কথাও উল্লেখ করেছেন ব্রুস রিডেল। রিডেল বলেন, ‘বৈঠকে শরিফ বারবার ভারতের কিছু অংশে পরমাণু হামলার কথা বলছিলেন। তিনি চাইছিলেন কারগিল যুদ্ধ দ্রুত শেষ হোক। অন্তত মুখ বাঁচুক পাকিস্তানের।’

কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করতেই হলো পাকিস্তানকে। ক্লিনটনের পরামর্শে নওয়াজ শরিফ পাকিস্তানের সেনাবাহিনীকে পিছিয়ে আসার নির্দেশ দেন।