খননে মিলল শেকসপিয়রের রান্নাঘর
খননে মিলল যুক্তরাজ্যের স্টাফোর্ডের অ্যাভোন অঞ্চলে প্রখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার শেকসপিয়রের রান্নাঘর। যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ার ইউনিভার্সিটির নৃতাত্ত্বিক এক খননে এটির সন্ধান মিলে। বার্ডস অব অ্যাভন খ্যাত শেকসপিয়রের পারিবারিক বাড়ি ছিল অ্যাভনে।
স্টাফোর্ডশায়ার ইউনিভার্সিটির এক বিবৃতিতে বলা হয়, অ্যাভনে খনন দল একটি সংরক্ষণাগার পেয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে সেখানে বিয়ার বানানো হতো। খননে আরো পাওয়া গেছে, কিছু থালা, কাপ ও কাটাকাটির সামগ্রী।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও খননকাজের ব্যবস্থাপক কেভিন কোলস বলেন, খননে প্রাপ্ত জিনিসগুলো বেশ আকর্ষণীয়। আগে থেকেই ধারণা করা হয়েছিল নির্দিষ্ট স্থানটিতে বিশেষ কিছু পাওয়া যাবে। তবে সেখানে একটি গাছ থাকায় খননকাজ শুরু করতে কিছুটা দেরি হয়।
কেভিন কোলস আরো বলেন, খননে প্রাপ্ত জিনিসিগুলো শেকসপিয়র, তাঁর জীবনযাপন এবং তাঁর পরিবার সম্পর্কে আরো জানতে সহায়তা করবে। এ ছাড়া শেকসপিয়রের বাড়ির গঠন সম্পর্কেও নতুন করে জানা যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, শেকসপিয়রের সময়কার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেলেও খননে এর চেয়ে প্রাচীন কিছু পাওয়া যায়নি। তবে এসব জিনিস থেকেই তৎকালীন বাড়িঘরের গঠনপদ্ধতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এনডিটিভি জানিয়েছে, শেকসপিয়রের ৪০০তম জন্মবার্ষিকী হবে ২০১৬ সালে। ওই সময় তাঁর জীবন সম্পর্কে বিশেষ কিছু তুলে ধরতে ৫২ লাখ ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড ব্যয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই খননে অর্থায়ন করছে যুক্তরাজ্যের হেরিটেড লটারি ফান্ড ও হিস্টরিক ইংল্যান্ড।