জলবায়ু সম্মেলনে বড় ‘মতভেদ’

Looks like you've blocked notifications!

প্যারিসে জলবায়ু সম্মেলনে ধনী ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে বড় ধরনের বিভেদের আশঙ্কা তৈরি হয়েছে।

তবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস বলেছেন, সম্মেলনের লক্ষ্য সফল হওয়ার বিষয়ে তিনি এখনো আশাবাদী। যদিও এ নিয়ে আরো কাজ করার দরকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে সম্মেলন শেষ হওয়ার আগে একটি চুক্তির খসড়া তৈরিতে রাতভর কাজ করছেন, সেখানে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

উন্নয়নশীল দেশগুলোর দাবি, চুক্তিতে যেসব প্রস্তাব করা হচ্ছে তাতে ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে নিজেদের দায়ভার এড়িয়ে যেতে সক্ষম হবে।

কিন্তু তার ফল ভুগতে হবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকেই।

এর বাইরে জলবায়ু সম্মেলন থেকে জীবাশ্ম জ্বালানি বন্ধের ব্যাপারেও একটি পরিষ্কার সংকেত পেতে চায় কয়েকটি দেশ। তাদের দাবি, খসড়া চুক্তিতে যদি বিষয়টি না থাকে, তাহলে শেষ বিচারে এটি ব্যর্থ হবে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বলেছেন, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও সেসব নিয়ে কাজ করার এবং ঐকমত্যে পৌঁছানোর জন্য এখনো সময় আছে।