দুই বছরে ৫৪ সন্তানের ‘বাবা’!
বলিউডের সাড়াজাগানো ‘ভিকি ডোনার’ মুভিটি দেখেছেন কেউ? মুভিটিতে নায়ক ছিলেন একজন ‘স্মার্ম ডোনার’ বা শুক্রাণুদাতা। না চিনে, না জেনেও তিনি তাঁর শুক্রাণুদানের মাধ্যমে শিশুর জন্মে ভূমিকা রাখতেন। চলচ্চিত্রের আঙিনা পেরিয়ে বাস্তব জীবনেও এমন একজন ‘ভিকি ডোনার’-এর সন্ধান পেয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল। যিনি শুক্রাণু দান করে গত দুই বছরে হয়েছেন ৫৪ সন্তানের ‘বাবা’।
আলোচিত এই শুক্রাণুদাতার নাম ডেকলান রুনি (৪৩)। যিনি নিজেকে যুক্তরাজ্যের সবচেয়ে ‘উৎপাদনশীল’ শুক্রাণুদাতা হিসেবে দাবি করে থাকেন। নিজের ওয়েবসাইটে তিনি জানান, গত দুই বছরে তাঁর দান করা শুক্রাণু থেকে মোট ৪৬ জন সন্তানের জন্ম হয়েছে! এ ছাড়া গত দুই বছরে তাঁর নিজেরও আটজন সন্তানের জন্ম হয়েছে। তবে তাদের মা একজন নন, চারজন!
নিজের ওয়েবসাইটে ডেকলান রুনি লিখেছেন, ‘কৃত্রিম গর্ভাধারণ (ইনসেমিনেশন) অথবা চাইলে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানের জন্ম দিই আমি এবং তথাকথিত কোনো সম্পর্ক তৈরি ছাড়াই।’ এবং তাঁর এই দাবি যে গ্রাহকদের টানছে তার প্রমাণ, গত দুই বছরে তিনি জন্ম দিয়েছেন ৫৪টি সন্তানের। ডেকলানের দাবি, তিনিই এই মুহূর্তে ব্রিটেনের সবচেয়ে উৎপাদনশীল স্পার্ম ডোনার।
সমকামী‚ সিঙ্গেল থেকে সন্তান উৎপাদনে অক্ষম দম্পতি সবার দরজা খোলা ডেকলানের। এবং তাঁর মতে, এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। যাঁরা এর পেছনে অন্য রকম অভিসন্ধি খুঁজছেন, তাঁদের প্রতি করুণার অট্টহাসি ছাড়া আর কিছুই দেওয়ার নেই তাঁর।’
ডেকলানের ভাষ্য, ‘আমি তো অন্যায় কিছু করছি না। যাদের দরকার, সেই সব নারীকে সাহায্য করছি। কিন্তু ক্রমে ‘খ্যাতি’ অর্জনের পরে, তার এই কার্যকলাপের ওপর তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, ডেকলানের এই ‘অনিয়ন্ত্রিত অবস্থা’ বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। ব্রিটেনে সরকারি লাইসেন্স পাওয়া শুক্রাণুদাতাদের বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে হয়, যাতে দাতা পুরুষ আর গ্রহীতা মহিলা এই দুই পক্ষেরই স্বার্থ সুরক্ষিত থাকে। এসব স্পার্ম ডোনাররা সর্বোচ্চ দশটি পরিবারকে সাহায্য করতে পারেন। কিন্তু ডেকলান লাইসেন্স পাওয়া শুক্রাণুদাতা নন। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এ কাজে নিয়োজিত তিনি।