ঝাড়ু হাতে রাস্তায় নামলেন প্রেসিডেন্ট
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট জন মাগুফুলি। দেশটির মানুষের কাছে তাঁর আরেক নাম দ্য বুলডোজার। কারণ তিনি তাঁর কাজ নিয়ে অহেতুক কথাবার্তা বলে সময় নষ্ট করা পছন্দ করেন না। দেশ থেকে দুর্নীতি উৎখাতের জন্য প্রতিজ্ঞা করেছেন জনগণের কাছে। আর সেই কাজেই দিনরাত মেতে আছেন তিনি। আর তাঁর এই কাজের বিস্তারিত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা গ্রহণের মাগুফুলি যা করছেন তাতে অনেক দেশের রাষ্ট্রপ্রধানই চমকে উঠতে বাধ্য। কারণ ক্ষমতা গ্রহণ করেই তিনি দেশটিতে বহু বছর ধরে চলে আসা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জাঁকজমকই ছাঁটাই করে দিয়েছেন। বাতিল করেছেন সশস্ত্র বাহিনীর ঐতিহ্যবাহী কুচকাওয়াজ আর গানের কনসার্ট।
আর এই পদক্ষেপের সপক্ষে প্রেসিডেন্ট সংবাদমাধ্যমগুলোকে বলছেন, অপব্যয় করার মতো অর্থনৈতিক অবস্থা তাঁর দেশের নেই। এ ছাড়া তিনি বলেন, ‘দেশ যখন কলেরা প্রাদুর্ভাবে পর্যুদস্ত, তখন এত অর্থ ব্যয় করার কোনো যুক্তি নেই।’ এরপরই সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেন তিনি।
তবে স্বাধীনতা দিবসে ‘অহেতুক আড়ম্বরের’ পরিবর্তে মাগুফুলি যা করেছেন তা খুবই চমকপ্রদ। স্বাধীনতা দিবসে তিনি ঝাড়ু হাতে বেরিয়ে পড়েছেন প্রেসিডেন্ট প্রাসাদ থেকে। নিজের হাতে পরিষ্কার করেছেন রাস্তাঘাটের ময়লা। তাঁর সঙ্গে এই শুদ্ধি অভিযানে যোগ দিয়েছেন রাজধানীর হাজার হাজার মানুষ।
গত অক্টোবর মাসে দায়িত্বভার গ্রহণের পর থেকে নানা উন্নয়নমূলক কাজ করেই যাচ্ছেন দেশটির নতুন প্রেসিডেন্ট মাগুফুলি। তাঁর সর্বশেষ এই কাজটি দেশ গঠনে প্রেসিডেন্টের সদিচ্ছার বহিঃপ্রকাশ বলেই মনে করছে দেশটির মানুষ।