সুইস পার্লামেন্টে প্রথম বাংলাদেশি আইনপ্রণেতা ইফতিখার

Looks like you've blocked notifications!
ইফতিখার আহমেদ।

সুইজারল্যান্ডের পার্লামেন্টে আইনপ্রণেতা হিসেবে প্রথমবারের মতো শপথ নিয়েছেন একজন বাংলাদেশি। তাঁর নাম ইফতিখার আহমেদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মমতাজউদ্দীন আহমেদের ছেলে। গত সোমবার জেনেভার উপকণ্ঠে এই শপথ অনুষ্ঠান হয়।

৪০ বছর ধরে সুইজারল্যান্ডে বাস করছেন ইফতিখার। ১৯৭৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উন্নয়ন অর্থনীতিবিদ হিসেবে জেনেভায় কাজ করেন তিনি। এ ছাড়া ইন্টারন্যাশনাল লেবার রিভিউ পত্রিকার প্রধান সম্পাদক এবং আইএলওর প্রকাশনা সংস্থার প্রধান হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

বার্তা সংস্থা ইউএনবি এসব তথ্য জানিয়েছে। আইএলওতে যোগ দেওয়ার আগে ইফতিখার আহমেদ যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পোস্ট ডক্টরাল অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া ইউনিভার্সিটি অব সাসেক্স ও ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন তিনি।