মিয়ানমারে পাথরখনিতে ধস, বহু নিহতের শঙ্কা

Looks like you've blocked notifications!
মিয়ানমারের পাকান্তে খনি এলাকায় ভূমিধসে বহু নিহতের আশঙ্কা করা হচ্ছে। ছবি : এএফপি

মিয়ানমারের একটি জেড পাথরের খনি এলাকায় ভূমিধস হয়েছে। এতে বহু মানুষ নিহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলীয় কোচিন প্রদেশের পাকান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাকান্তের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। আমরা মৃতদেহগুলোর সন্ধান করছি। তবে কতজন মারা গেছে, তা বলতে পারছি না।’

মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত কোচিন প্রদেশের খনিসমৃদ্ধ এলাকা পাকান্ত। অঞ্চলটিতে বিশ্বের সবচেয়ে ভালো মানের সবুজ জেড পাথর পাওয়া যায়। প্রতিবেশী চীনে ওই পাথরগুলোর ব্যাপক কদর। চীনাদের কাছে ‘সবুজ স্বর্গ’ হিসেবে পরিচিত এ পাথর বিক্রি করে কোটি ডলার আয় করে মিয়ানমার।

গত মাসে পাকান্তে ভয়াবহ ভূমিধসে ১০০ জনের বেশি মানুষ নিহত হন। এ ছাড়া বছরজুড়ে ছোট ছোট ভূমিধসে আরো অনেকেই নিহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা।