দুবাইয়ে বুর্জ খলিফার পাশের ভবনে আগুন
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের ২৮তলা বিশিষ্ট একটি বিলাসবহুল ভবনে আগুন লেগেছে। এ ঘটনায় বিশ্বের সবচাইতে উঁচু ভবন বুর্জ খলিফার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন লাগা ভবনটি বুর্জ খলিফার ঠিক পাশেই অবস্থিত। বিবিসির খবরে বলা হয়, তীব্র বাতাসের কারণে ভবনের আগুন ৮২৮ মিটার উঁচু ভবন বুর্জ খলিফায় এসে লাগে। এতে পাশের অন্য ভবনসহ বুর্জ খলিফায় অবস্থান করা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
একজন্য প্রত্যক্ষদর্শী বিবিসি অনলাইনকে জানান, তিনি ভবনের ধ্বংসস্তূপ পাশের ভবন ও রাস্তায় ভবনে পড়তে দেখেছেন।
এদিকে দুবাই শহরের নিরাপত্তা ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছে, বুর্জ খলিফা থেকে ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে আতশবাজি ছোঁড়া হচ্ছিল। ওই আতশবাজির আগুনে এই অগ্নিকাণ্ডের সুচনা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে।
দুবাইয়ে বহুতল ভবনে আগুনের ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের শুরুতে ৩২ তলা আরেকটি আবাসিক ভবন এবং ২০১২ সালে ৩৪ তলা বিশিষ্ট এক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।