আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একক সিদ্ধান্ত নেবেন ওবামা
আগ্নেয়াস্ত্র সহিংসতা মোকাবিলায় একক সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, মার্কিন কংগ্রেসে সমস্যাটিকে চিহ্নিত না করতে পারায় তিনি নির্বাহী ক্ষমতা ব্যবহার করতে যাচ্ছেন।
তবে বিশ্লেষকরা বলছেন, আগ্নেয়াস্ত্রের পক্ষের লোকজন ও রিপাবলিকানদের তরফ থেকে বাধা পাবেন ওবামা।
স্থানীয় সময় শুক্রবার বারাক ওবামা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বলেন, বাবা-মা, শিক্ষক ও শিশুদের কাছ থেকে তিনি অনেক চিঠি পেয়েছেন। এগুলোতে এ বিষয়ে ‘কিছু না করে চুপচাপ বসে আছেন’ বলে তাঁকে ভর্ৎসনা করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘জানি, আমরা সব ধরনের সহিংসতা থামাতে পারব না। কিন্তু একটি থামানোর জন্য কেন চেষ্টা করব না? আগ্নেয়াস্ত্রের সহিংসতা থেকে আমাদের শিশুদের রক্ষার জন্য কংগ্রেস যেকোনো কিছু করতে পারে।’ তিনি জানান, ক্ষমতায় থাকার সময় এ বিষয়ে কংগ্রেসের সমর্থন না পাওয়া তাঁর সবচেয়ে বড় ব্যর্থতা।
বিবিসি জানিয়েছে, ওবামা এ বিষয়ে শক্ত বিরোধিতার মুখে পড়তে পারেন।
এরই মধ্যে দেশটির জাতীয় রাইফেল সমিতি ধারাবাহিক ভিডিও প্রচার করছে, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে যারা তাদের বিরুদ্ধে।
এরই মধ্যে টেক্সাস অঙ্গরাজ্যে নতুন আইন হতে যাচ্ছে। এর ফলে উন্মুক্তভাবে নাগরিকরা নিতম্বের ওপর পিস্তল খাপে ভরে রাখতে পারবে।
গত মাসে টেক্সাসের পুলিশপ্রধান জানান, প্রেসিডেন্ট যে আমেরিকানদের নিরস্ত্র করার উদ্যোগ নিয়েছেন, এর ফলে দেশে বিপ্লব ঘটে যেতে পারে।
এর আগে বেশ কয়েকবার আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ে কড়াকড়ি আইন করার চেষ্টা করা হয়। বার বারই তা ভেস্তে যায়। যদিও যুক্তরাষ্ট্রে প্রতি বছর বহু মানুষ আগ্নেয়াস্ত্র হামলায় মারা যায়।