আগুনে হোটেল পোড়ে, তাঁরা তোলেন সেলফি
নববর্ষ শুরুর বাকি কয়েক ঘণ্টা। চারদিকে উৎসবের আমেজ। এমন সময়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফার পাশের ৬৩তলা একটি ভবনে আকস্মিক আগুন। দিগ্বিদিক জ্ঞানশূন্য লোকজন প্রাণ বাঁচাতে হুড়াহুড়ি করে ছুটছে। এমন কঠিন সময়ে পুড়তে থাকা ভবনকে পেছনে রেখে সেলফি তোলে এক দম্পতি। ছবিটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
আরটি ডটকমের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, ৬৩ তলা ভবনটি পুড়ে যাওয়ার ছবি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করেছে। তাদের অনেকেই দুবাইফায়ার হ্যাশট্যাগ ব্যবহার করেন। এরই মধ্যে ওই দম্পতি তাঁদের প্রায় নির্লিপ্ত একটি ছবি প্রকাশ করে।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে কয়েকজন ব্যবহারকারী সেলফিটির তীব্র সমালোচনা করেন। তাঁদের কেউ কেউ বলেন, ওই সেলফিটি ‘এ যাবৎকালের সবচেয়ে বেমানান’। কেউ আবার সেলফি তোলা দম্পতিকে বলেছেন ‘স্টুপিড’ (নির্বোধ)।
নববর্ষ শুরুর আগমুহূর্তে দুবাইয়ের ভবনটির নিচ তলায় আগুন ধরে। এতে ২০ জনের বেশি মানুষ আহত হন।