ছোট্ট কুকুরের ধাওয়ায় বিশাল বাঘ পলাতক!
বাঘকে কে ভয় না পায়? এর মধ্যে আবার চিতা ক্ষিপ্রতার জন্য বিখ্যাত। সেই চিতা কি না ছোট্ট এক কুকুরের ধাওয়া খেয়ে পালাল!
অবিশ্বাস্য মনে হলেও কেনিয়ায় মাসাই মারা জাতীয় উদ্যানে এমনটিই দেখা গেল। আর সে ঘটনা ধরা পড়েছে ক্যামেরাতেও।
ডেইলি মেইলে প্রকাশিত ছবিতে দেখা যায়, চিতা বাঘটি একটি বন্য কুকুর বা বাঁদুরের মতো কানওয়ালা শেয়ালকে ধাওয়া করছে। এর পর হঠাৎ ছোট প্রাণীটি ঘুরে দাঁড়ায়, উল্টো ধাওয়া শুরু করে বাঘকে! আর বাঘটিও লেজ গুটিয়ে পালাতে শুরু করে।
স্পেনিশ আলোকচিত্রী জর্জ আলেসকানো বলেন, ‘মনে হচ্ছিল, কুকুরটি যেন ভাবছে, আমি আর কারো খাবার হতে চাই না। আমরা বুঝতে পারছি না, চিতাটি কেন এমন আচরণ করল?’ তিনি বলেন, ‘এটা খুবই রহস্যজনক। কারণ কুকুরটি খুব সহজেই চিতার খাবারে পরিণত হতে পারত, যদি বাঘটি আবার ধাওয়া করত। সে (চিতা)নাটকীয়ভাবে আক্রমণ থামিয়ে দেয় এবং চিতা ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু এর পর যা ঘটে তা আশ্চর্যের।’
জর্জ বলে চলেন, ‘সে (কুকুর) চিতাকে ধাওয়া দিতে শুরু। এটা দেখাটা ছিল অসাধার অভিজ্ঞতা, জীবনে একবার সুযোগ পাওয়ার মতো ব্যাপার।’