১০ মার্কিন নাবিককে ছেড়ে দিয়েছে ইরান
সমুদ্রসীমায় অনুপ্রবেশের অভিযোগে বন্দী ১০ মার্কিন নাবিককে ছেড়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।
পারস্য উপসাগরে ইরানের নৌসীমায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি নৌযান থেকে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই ১০ নাবিককে বন্দী করা হয়। ইরানের কর্মকর্তারা তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর যুক্তরাষ্ট্রের ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে তাঁদের আজ সকালে মুক্তি দেওয়া হয়।
ইরানের রেভ্যুলিউশনারি গার্ডের মুখপাত্র রামাজান শরিফ রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনাবশত এই নৌযান দুটি ইরানের নৌসীমায় চলে আসে। তিনি বলেন, ‘প্রাপ্ত তথ্য প্রমাণ অনুয়ায়ী, নৌযান পরিচালনা ব্যবস্থার ত্রুটির কারণে ইরানের নৌসীমায় নৌযান দুটি প্রবেশ করেছে।’
এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের কয়েকটি নৌযান নাবিকদের নিরাপত্তা দিয়ে আন্তর্জাতিক নৌসীমায় পৌঁছে দেয়। তাদের ইউএসএস অ্যানজিও নৌযানে তুলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই অল্প সময় আটকে নাবিকদের কোনো ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক বিবৃতিতে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর শেষ ‘স্টেট অব দি ইউনিয়ন’ ভাষণ দেওয়ার কিছুক্ষণ আগে ইরানের সংবাদমাধ্যমগুলো নাবিক বন্দীর খবর প্রকাশ করে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের খবরে বলা হয়, ‘বিপ্লবী গার্ডের নৌবাহিনী ইরানের নৌসীমার দুই কিলোমিটার ভেতরে ঘোরাঘুরিরত অবস্থায় যুক্তরাষ্ট্রের নৌযানগুলোকে আটক করে।’