সিগারেট নিষিদ্ধ হলো তুর্কমেনিস্তানে
সিগারেটসহ সব তামাকজাত পণ্য নিষিদ্ধ হয়েছে তুর্কমেনিস্তানে। দেশটির সরকার সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে যেসব দোকানে সিগারেট বিক্রি হবে, সেগুলোকে ছয় হাজার ৯০০ মানাত (স্থানীয় মুদ্রা) জরিমানা করা হবে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাভিত্তিক ওয়েব পোর্টাল ক্রোনো-টিএম-এর খবরে বলা হয়, তুর্কমেনিস্তানের জাতীয় স্বাস্থ্য কার্যক্রম নজরদারি কর্তৃপক্ষ এর আগে মাদক প্রতিরোধে নজর দিয়েছিল। এবার সংস্থাটি সিগারেট বিক্রি বন্ধ করতে দোকানে দোকানে তল্লাশি চালাচ্ছে।
স্থানীয় কিছু সূত্র বিবিসিকে জানিয়েছে, নিষেধাজ্ঞার পর তুর্কমেনিস্তানের দোকানগুলোতে সিগারেট বিক্রি প্রায় শূন্যের কোটায় নেমেছে। তবে গোপনে এখনো সিগারেট বিক্রি চলছে। চোরাইপথে প্রতি প্যাকেট সিগারেট বিক্রি হচ্ছে ১২ ডলারে।
সিগারেট বিক্রি বন্ধের নির্দেশনার পাশাপাশি তুর্কমেনিস্তানের সরকার বিভিন্ন জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করছে। টেলিভিশনগুলোতে দেখানো হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপনের বিজ্ঞাপন। লোকজনকে সিগারেট না ধরানোর পরামর্শ দেওয়া হচ্ছে।