তাইওয়ানে নির্বাচিত হলেন প্রথম নারী প্রেসিডেন্ট
তাইওয়ানে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাই ইং ওয়েন। সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে ৫৯ বছর বয়সী তাইওয়ানের প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেতা তাই ইং ওয়েন বর্তমানে সেখানে ক্ষমতাসীন কোমিনট্যাং (কেএমটি) দলের প্রার্থী এরিক চুকে পরাজিত করেন।
বিবিসি জানিয়েছে, তাই ইং ওয়েন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চীন থেকে তাইওয়ানের আলাদা হওয়ার পথ সুগম হলো বলে মনে করেন অনেকে। ডিপিপি দলটি তাইওয়ানের স্বাধীনতার পক্ষে আন্দোলন চালিয়ে আসছে। আর নবনির্বাচিত প্রেসিডেন্ট তাই ইং ওয়েন ‘এক চীন’ নীতির বিরোধী।
তাইওয়ানকে স্বাধীনতাপ্রত্যাশী প্রদেশ হিসেবেই দেখে চীন। আর জোর করে হলেও একে নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে তারা।
তাইওয়ানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ভোটে এগিয়ে থাকায় তাই ইং ওয়েনের কাছে পরাজয় স্বীকার করে নেন কেএমটি দলের প্রেসিডেন্ট প্রার্থী এরিক চু। একই সঙ্গে কেএমটি দলের প্রধানের দায়িত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন এরিক।
বিবিসি জানিয়েছে, তাইওয়ান ও চীনের শীর্ষ নেতাদের মধ্যে ঐতিহাসিক বৈঠকের পর পরই তাইওয়ানে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাইওয়ানের অর্থনীতি এবং চীনের সঙ্গে সম্পর্ক দুই-ই প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হয়।
তাইওয়ানের নির্বাচনে ডিপিপি নেত্রী তাই ইং ওয়েনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বিশেষ গুরুত্ব বহন করে। গত ৭০ বছর ধরেই তাইওয়ানের ক্ষমতায় আছে কেএমটি। দলটির সঙ্গে চীনের ভালো সম্পর্ক ছিল। আর ডিপিটি এবারই দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এলো। এর আগে ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ডিপিটি নেতা চেন শুয়ি-বিয়ানের ক্ষমতায় থাকাকালে তাইওয়ান ও চীনের মধ্যে সম্পর্কের চরম অবণতি ঘটেছিল। এবার দ্বিতীয়বারের মতো তাইওয়ানের ক্ষমতায় ডিপিটির ভূমিকা কী হবে—এখন তাই দেখার বিষয়।