নিজের জন্য ভাড়া নিতে পারেন পুরো দ্বীপ!
সাত হাজার দ্বীপের দেশ ফিলিপাইন। দ্বীপগুলোর দিকে তাকালে যেন চোখ জুড়িয়ে যায়। সাগড় পাড়ি দেওয়ার সময় একটু খেয়ালি হলেই কোনো কোনো দ্বীপ নজর এড়িয়ে যায়।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, এমনই একটি দ্বীপ আরিয়ারা। এর আয়তন পাঁচ লাখ বর্গমিটার বা ১২৫ একর। এটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে বিমানে যেতে এক ঘণ্টা লাগে।
সম্প্রতি ইংল্যান্ডের বার্কশায়ারের ব্যবসায়ী চার্লি ও কৃষক কেরি ম্যাককুলাম গিয়েছিলন আরিয়ারায় বেড়াতে।
চার্লি বলেন, ‘এমন সুন্দর জায়গা বিশ্বে দ্বিতীয়টি আর হয় না। বেড়ানোর সময় এই দ্বীপ আমাকে মুগ্ধ করে রেখেছিল।’
আরিয়ারা দ্বীপে পর্যটকদের জন্য দারুণ দারুণ ভিলা রয়েছে। এসব ভিলায় থাকতে বাড়ির মতো আরাম বোধ হয়। আর ভিলাগুলো থেকে দ্বীপ ও সাগরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়।
সুন্দর সুন্দর নৌকা ভাড়ায় পাওয়া যায়। ইচ্ছামতো ঘুরে বেড়ানো যায় তাতে।
আরিয়ারা দ্বীপে থাকার জন্য ভিলা ভাড়া ও অন্যান্য খরচসহ একজন পর্যটকের এক সপ্তাহে ৫০০ ডলার বা ৪০ হাজার টাকা খরচ হবে। আর সপ্তাহজুড়ে দ্বীপটি ভ্রমণে ৩০ হাজার থেকে ৬০ হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে। ৬০ হাজার ডলার টাকায় হিসাব করলে দাঁড়ায় প্রায় পাঁচ কোটি টাকা।